চটগ্রামে লক্ষাধিক ইয়াবা সহ কাভার্ডভ্যান জব্দ || গ্রেপ্তার ৫
চট্টগ্রাম জেলা পুলিশ কর্তৃক ১,২০,০০০ (এক লক্ষ বিশ হাজার) পিস ইয়াবা ও পরিবহনে ব্যবহৃত ০১টি কাভার্ডভ্যানসহ গ্রেপ্তার ০৫ জন।
অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) জনাব মো: তারিক রহমানের নেতৃত্বে পটিয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল করিমসহ থানা পুলিশের একদল অফিসার-ফোর্স ২৫/০৫/২০২১ খ্রি: বিকাল ০৩:১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানাধীন কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের পটিয়া পৌর বাস টার্মিনালের সামনে কক্সবাজার হতে নারায়নগঞ্জগামী একটি মালবাহী কাভার্ডভ্যানে তল্লাশী চালায়।
তল্লাশিতে অন্যান্য মালামালের সাথে বিশেষ কায়দায় দু’টি স্কুলব্যাগে লুকিয়ে পাচারকালে ১,২০,০০০ (এক লক্ষ বিশ হাজার) পিস ইয়াবা ও পরিবহনে ব্যবহৃত ০১টি কাভার্ডভ্যানসহ আসামী- ১।নজরুল ইসলাম (৪৩), আসামী ২। আবুল হাসান (১৯) আসামী ৩। মঞ্জু (৪৫), আসামী ৪। সোহাগ (৩২) ও আসামী ৫। খাইরুল আলম সুজন (৩৫)দেরকে গ্রেপ্তার করে।
পুলিশের সূত্র জানায়, এ সংক্রান্তে পটিয়া থানায় নিয়মিত মামলা রুজু পূর্বক গ্রেপ্তারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।