করোনার ফের আক্রমণের মাঝেই লন্ডন থেকে দেশে আসলো ১৬৫ জন প্রবাসী
সম্প্রতি করোনার নতুন স্ট্রেন শনাক্ত হয়েছে। বার বার চরিত্র পাল্টে উৎকণ্ঠা বাড়াচ্ছে করোনা ভাইরাস । ইতিমধ্যেই নতুন স্ট্রেনের করোনা ভাইরাসে আবারো উল্লেখযোগ্য হারে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ব্রিটেন, ইতালিসহ ইউরোপের বেশ কয়েকটি দেশে।
নতুন ধরনের করোনা ভাইরাসে যখন ফের বিধ্বস্ত যুক্তরাজ্য, ঠিক সে সময়ে সেখান থেকে দেশে ফিরেছেন ১৬৫ জন প্রবাসী বাংলাদেশী।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টা নাগাদ হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিজি টু জিরো টু ফ্লাইট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
যাত্রীদের সবার কাছে করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকায় কাউকে কোয়ারান্টাইনে পাঠানো হয়নি। পর্যায়ক্রমে হেলথ ডেস্কে এসে সনদ জমা দিয়ে বাকি আনুষ্ঠানিকতায় যান সকল যাত্রী।
এ বিষয়ে ওসমানী বিমান বন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমেদ জানান, ‘যাত্রীদের করোনা রিপোর্ট আমরা জমা নিচ্ছি। সেই সাথে তাদের যথাযথ প্রক্রিয়ায় স্ক্রিনিং করা হচ্ছে। সুস্থতা নিশ্চিত হওয়ার পরই সকল যাত্রি প্রবেশাধিকার পাচ্ছেন।’

লন্ডনের পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে রেজাউল আলম নামের একজন বলেন, ‘সেখানকার অবস্থা আবারও খারাপের দিকে অগ্রসর হচ্ছে। ছেলেমেয়ের স্কুলও বন্ধ। দ্রুত নতুন ধরনের করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাই আমরা বাংলাদেশে চলে এসেছি। দেশের অবস্থা তুলনামূলক ভাল।’
এদিকে ব্রিটেনে করোনা ভাইরাস ফের আক্রমণ করায় ঝুঁকি বিবেচনা করে
সে দেশের সাথে আকাশপথে যোগাযোগ স্থগিত করেছে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা সহ প্রায় অর্ধ শতাধিক দেশ। এরই মধ্যে লন্ডন থেকে ১৬৫ জন যাত্রী নিয়ে সিলেটে উড়ে আসলো বাংলাদেশ বিমানের ফ্লাইট।
এমসিএম / বে অব বেঙ্গল নিউজ / Bay of bengal news