রোশান-আঁচলের চলছে ‘কর্পোরেট’ জগৎ
কর্পোরেট জগতের দুর্নীতি, অফিসারদের কালো জগতের বাস্তবতা নিয়ে নাট্যনির্মাতা ফারিদুল হাসান নির্মাণ করছেন ‘কর্পোরেট’ নামের নতুন একটি ওয়েব সিনেমা।

এতে অভিনয় করছেন বর্তমান সময়ের জনপ্রিয় দুই অভিনেতা ও অভিনেত্রী জিয়াউল রোশান এবং আঁচল আঁখি। ওয়েব সিনেমায় বিশেষ একটি চরিত্রে অভিনয়ে দেখা যাবে রাহা তানহা খানকেও।
বেঙ্গল মাল্টিমিডিয়া প্রোডাকশনের ব্যানারে নির্মিত হচ্ছে ‘কর্পোরেট’ নামের এই ওয়েব সিনেমাটি। গত ৩০ নভেম্বর থেকে রাজধানীর বিভিন্ন লোকেশন চলছে এ সিনেমার শুটিং। সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফেরারী ফাহাদ।
এ প্রসঙ্গে চিত্রনায়ক রোশান বলেন,আমি অভিনয় করব একটি কোম্পানির মালিকের চরিত্রে। এটা যেহেতু আন্ডারওয়ার্ল্ডের গল্প, তাই আমার চরিত্রের ভালো ও খারাপ দুটি দিকই দর্শকরা দেখতে পাবেন।
এ ব্যাপারে আঁচল আঁখি বলেন, ইতিমধ্যে সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছি।কাজ করার আগে একটু ভেবেছিলাম, না জানি কেমন হয়। কিন্তু কাজ করতে এসে গল্পের ভেতরে প্রবেশ করে কাজটা বেশ উপভোগ করেছি। ছবিটি আমার ক্যারিয়ারের নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে।আর আমি খুব আশাবাদী ছবিটি নিয়ে।
মো ইমাম হোসেন আসিফ
স্টাফ রিপোর্টার/বে অব বেঙ্গল নিউজ/Bay of bengal news/বিবিএন।