গার্ডার ভেঙে আহত ৬, তিন জন চীনা শ্রমিক

রাজধানীর বিমানবন্দর এলাকায় বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) স্থাপনার কাজের সময় লঞ্চিং গার্ডার ভেঙে পড়ে এ পর্যন্ত তিন চীনা শ্রমিকসহ মোট ছয়জন গুরুতর আহত হয়েছেন।
রোববার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে রাজধানীর বিমানবন্দর এলাকায় এ ঘটনা ঘটেছে।
বিমানবন্দরের বাস র্যাপিড ট্রানজিটের কোয়ালিটি (কিউসি) ইঞ্জিনিয়ার আবদুর রহমান বলেন, সকাল সাড়ে ১০টার দিকে কাজ করার সময় লঞ্চিং গার্ডার পড়ে দুই শ্রমিকসহ চারজন আহত হয়েছেন। পরে দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত থাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কুর্মিটোলা ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মো. শফিকুল ইসলাম জানাম, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছি।
বিমানবন্দর এলাকার সড়কের মধ্য দিয়ে বাস র্যাপিড ট্রানজিট প্রজেক্টের কাজ চলছিল।
এখানে প্রজেক্টের স্পেন বসানোর সময় লঞ্চিং গার্ডারের একপাশ কাত হয়ে ভেঙে পড়ে যায়।
এতে আঘাত পেয়ে চারজন গুরুতর আহত হয়েছেন।
এদের মধ্যে দু’জন চীনা শ্রমিক।
তিনি আরো জানান, আহতদের উদ্ধার করে তিনজনকে এভার কেয়ার হাসাপাতালে এবং একজনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতের সংখ্যা বাড়তে পারে বলেও জানান ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার শফিকুল।