চকবাজার থানা ছাত্রলীগের নির্বাচনী গণসংযোগ
১৬ নং চকবাজার ওয়ার্ডে নৌকা প্রতীকের প্রার্থী রেজাউল করিমের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেছে চকবাজার থানা ছাত্রলীগ।

১৯ জানুয়ারি (মঙ্গলবার) চকবাজারের কাপাসগোলা, জয়নগর সহ আশেপাশের এলাকায় নৌকার পক্ষে প্রচারণা করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য মোস্তাক আহমেদ টিপু। এছাড়াও উপস্থিত ছিলেন চকবাজার থানা ছাত্রলীগ নেতা সাজিদ আহমেদ, চিন্ময় দাশ গুপ্ত অন্তু, মোঃ নাজমুল সিদ্দিক, রিয়াদ রহমান, আশিকুর রহমান, মোঃ তানভীর নিরব, সানিফ সাহিল, সাকিব আহাম্মদ সানজিদ,সাজ্জাদ আহাম্মদ প্রমুখ।
প্রচারণা শেষে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, ‘রেজাউল করিম চৌধুরী নৌকার প্রার্থী। তাঁর বিজয় মানে জননেত্রী শেখ হাসিনার বিজয়। নৌকার বিজয়। তাই ২৭ তারিখ সকল অপশক্তিকে রুখে দিয়ে জনগণের ভোটে রেজাউল করিমের বিজয় নিশ্চিতে ছাত্রলীগ, যুবলীগ কে মাঠে থাকতে হবে।’