চট্টগ্রামে প্রথমবারের মতো নারী উদ্যোক্তার উদ্যোগে আয়োজিত হচ্ছে “অনলাইন কেক ডেকোরেশন কনটেস্ট, চিটাগাং।”

চট্টগ্রামের দু’বোনের উদ্যোগে গড়ে উঠেছিল “ক্রিমী স্প্রিংকেলস” (creamy sprinkles) নামের কেক ডেকোরেশন ও বিক্রয় অনলাইন প্রতিষ্ঠান। এরই ধারাবাহিকতায় “অনলাইন কেক ডেকোরেশন কনটেস্ট, চিটাগাং” নামের একটি কেক বানানো এবং সাজানোর প্রতিযোগিতার আয়োজন করেছে প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক সাদিয়া সুলতানা এমা।

বুধবার (২রা সেপ্টেম্বর) বিকেল থেকে চালু করা হয়েছে প্রতিযোগিতাটির আবেদন কার্যক্রম। প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদের জন্যে এ সময় ধার্য করা হয়েছে ২রা সেপ্টম্বর-২০সেপ্টেম্বর অব্দি। এছাড়া এই প্রতিযোগিতায় আবেদন করা যাচ্ছে বিনামূল্যে। কিন্তু ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের জন্যে থাকছে আকর্ষণীয় কিছু পুরষ্কার।
এই প্রতিযোগিতার উদ্যোক্তা সাদিয়া সুলতানা এমা বিবিএন প্রতিনিধিকে জানান, “আসলে করোনাকালীন সময়ে আমাদের সবার হাতে অনেক অবসর সময় রয়েছে , এই সময়কে কাজে লাগানোর উদ্দেশ্যেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা।”

এছাড়া তিনি আরো জানান, “গত ৩ বছর আগে আমার বড় বোন সাফিয়া সুলতানার উদ্যোগে এবং আমার সহযোগিতায় শুরু হয় ক্রিমী স্প্রিংকেলস (creamy sprinkles) এর পথচলা। আমাদের মতো আরো অনেকের মধ্যেই এমন কোন না কোন প্রতিভা রয়েছে। এদের মধ্যে অনেকেই এমন ও হতে পারে খুব ভালো কেক ডেকোরেশন করতে পারেন কিন্তু তাদের নিজেদের ও এবিষয় অজানা। তাদের মধ্যে নিহিত সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানোটায় মূল উদ্দেশ্য।”
প্রতিযোগিতার বিজয়ী ঘোষনার দিন-ক্ষণ এখনো ঠিক করা হয় নি, তা কিছুদিনের মধ্যে তাদের ফেসবুক পেইজের মাধ্যমে জানানো হবে বলেও জানান তিনি।
বিবিএন / স্টাফ রিপোর্টার।