বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২১ এর ফাইনালে বিজয়ী ওয়ারির্স সেভন স্টার

চিটাগং ইয়ুথ ফোরাম কর্তৃক আয়োজিত মুজিব বর্ষ উপলক্ষে দ্বিতীয় বারের মতন বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২১ ফাইনাল খেলা এবং সমাপনী পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক আলহাজ্ব দিদারুল আলম চৌধুরী, উদ্বোধক ডাঃ মাহিদ বিন আমিন, বিশেষ অতিথি ইকবাল হোসেন টিপু, সাধারণ সম্পাদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

এবং অনুষ্ঠান সঞ্চালনায় পার্থ প্রতিম বড়ুয়া, সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
জিইসি গরীবুল্লাহ হাউজিং মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২১ ফাইনাল খেলায় ওয়ারির্স সেভন স্টার বিজয়ী টিম এবং রানারআপ মরহুম বারেক সিদ্দিক স্পোর্টিং ক্লাব। খেলা শেষে অতিথিরা খেলোয়াড়দের ট্রফি ও পুরষ্কার বিতরণ করেন।