বঙ্গোপসাগরে ৪ দিন ধরে ভাসতে থাকা ট্রলারসহ ২০ জেলে উদ্ধার…

গতকাল বৃহস্পতিবার কোস্টগার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,সাগরে ভাসমান এফভি রায়হান নামে একটি ট্রলারের ২০ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মাছ ধরতে গিয়ে ট্রলারের র্যাডার ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে তারা গভীর সমুদ্রে আটকে যায়।
২৬ আগস্ট বুধবার বিকেল আনুমানিক ৫টা ৫ মিনিটে কুতুবদিয়া থেকে ১২ নটিক্যাল মাইল দূরে থাকা ট্রলারটি উদ্ধার করা হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার (বিএন) এম হায়াত ইবনে সিদ্দিক জেলেদের বরাত দিয়ে জানান, জেলেরা গত ২৩ আগস্ট মাছ ধরার উদ্দেশ্যে কক্সবাজার থেকে সমুদ্রে যান। এফভি রায়হান নামের ট্রলারটির র্যাডার ভেঙে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে চারদিন ধরে সাগরে ভাসছিল।
বুধবার বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের অধীনস্থ জাহাজ সোনাদিয়া বঙ্গোপসাগরে টহলরত অবস্থায় ট্রলারটি উদ্ধার করে।
উদ্ধারকৃত জেলেদের ট্রলারসহ বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন কুতুবদিয়া নিয়ে আসা হয়।
জেলেদের প্রাথমিক চিকিৎসা প্রদান ও খাবার সরবরাহ করা হয়েছে। পরবর্তীতে মাছ ধরার ট্রলারটি মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসি/বিবিএন /স্টাফ রিপোর্টার