বলিউড অভিনেত্রী রিয়ার বাড়ি থেকে দেড় কেজি চরস উদ্ধার

বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বাড়ি থেকে প্রায় দেড় কেজি (কিলোগ্রাম) পরিমাণ চরস উদ্ধার করা হয়েছে। নারকোটিক্স কন্ট্রোল ব্যু্রোর (এনসিবি) অভিযানে এই মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে রিয়ার বাড়ি থেকে। ধারণা করা যাচ্ছে এর শাস্তিস্বরুপ প্রায় দশ বছরের জন্য কারাভোগ করতে হতে পারে রিয়া এবং শৌভিকের।
পূর্বে এনসিবি কর্মকর্তা জানান, আমরা সুশান্ত মামলার তদন্ত করছি না, মাদক মামলার তদন্ত করছি। উক্ত মামলায় এখন পর্যন্ত ১৯ জনকে গ্রেপ্ততার করা হয়েছে। তাদের সকলের কাছ থেকেই মাদক উদ্ধার হয়েছে।
ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা যায়, এনসিবির অনুসন্ধানে উঠে এসেছে বলিউড মাদচক্রের একটি বড় নাম। বলিউডের মাদক ব্যাবসা তার নিয়ন্ত্রণে।
উল্লেখ্য, দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপূরদের জোরদার জিজ্ঞাসাবাদের পর থেকে বলিউডের বহু প্রথমশ্রেণীর তারকাদের উপর নজর রয়েছে এনসিবির।
ওয়াইএইচ / বে অব বেঙ্গল নিউজ।