ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খালিদের কবিতা
“একটি ফরমানের অপেক্ষায়”
ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খালিদের কবিতা
“একটি ফরমানের অপেক্ষায়”

“একটি ফরমানের অপেক্ষায়”
একজন সত্যিকারের রাজার বড় অভাব
যে আবার আদেশ করতে
পারে একটি ব্যাবিলনীয়
শূন্য উদ্যান বানিয়ে দেবার।
স্তদ্ধ নৈঃশব্দে আমি বসে আছি
সেই ফারাওন রাজার অপেক্ষায়
আমি সেই রাজাদের দাস হয়ে আছি
আমৃত্যু থাকবাে।
সেই সুবিশাল সভ্যতার ঋণ তিলে তিলে
বহন করে, চক্রবৃদ্ধি হারে ছিদ্র বিচ্ছিন্ন হয়ে
সুদের ভারে জরাজীর্ণ কঙ্কালসার
মায়া, আজটেক, চীনের প্রাচীর
অথবা অজন্তা ইলোরার।
আমি এমন একজন রাজা চাই
যে আমায় আদেশ করতে পারে
আবার একটি পিরামিড বানাবার
আমি সেই রাজারই অনুরক্ত ভক্ত হতে
চাই।
ফরমানের অপেক্ষায় আছি
যে আময় বাধ্য করতে পারে
একটি নতুন কিছু বানিয়ে দেয়ার?
যা কেউ কখন দেখেনি, ভাবেনি,
চিন্তা ও করেনি এরকম একটি নতুন
শহিদ মিনার রচনার যা বানিয়ে
না দিতে পারার অপরাধে
আমাকে শিরচ্ছেদ করে হত্যা করা হবে।