মাগুরার শ্রীপুরে কৃষকের অ্যাপের মাধ্যমে ১ দিন ব্যাপী কৃষক নিবন্ধন সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত
মাগুরার শ্রীপুর উপজেলায় কৃষকের অ্যাপের মাধ্যমে ১ দিন ব্যাপী কৃষক নিবন্ধন সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৫ মে সকাল ১১ টার সময় শ্রীপুর উপজেলা প্রশাসনের কনফারেন্স হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়।
অনুষ্ঠানে অ্যাপের মাধ্যমে কিভাবে নিবন্ধন ও মোবাইল এর মাধ্যমে সরকারি গুদামে প্রতি মন ধান ন্যায্যমূল্যে বিক্রয় সংক্রান্ত তথ্য সম্পর্কিত বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শ্রীপুর হাসিনা মমতাজ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইশরাত জাহান, ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্রীপুর খাদ্য গুদাম মোঃ জাহাঙ্গীর আলম সরকার, সহকারী উপখাদ্য পরিদর্শক (প্রশিক্ষক) কাজী ফারজানা রহমান, কৃষক প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম, মিল মালিক সমিতির সভাপতি কাজী আব্দুস সাত্তার, শ্রীপুর উপজেলার চেয়ারম্যানগণ, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তাগণ, উপসহকারী কৃষি কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
১ দিনের কৃষি অ্যাপ অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করে উপজেলা প্রশাসন শ্রীপুর, মাগুরা।