আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ৮নং শুলকবহর ওয়ার্ড ছাত্রলীগের কর্মসূচি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ৮নং শুলকবহর ওয়ার্ড ছাত্রলীগ এর পাল্টা কমিটির নেতৃবৃন্দ।
২১শে ফেব্রুয়ারি (রবিবার) ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দ চট্টগ্রাম মডেল স্কুল স্থ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ মিনার প্রাঙ্গণে বক্তারা বলেন, ‘একুশ মানে হার না মানা। একুশ মানে অধিকার আদায়ের প্রেরণা। ১৯৫২ সালে বাংলার সূর্য সন্তানেরা যেভাবে ভাষার অধিকার প্রতিষ্ঠায় জীবন দিয়েছে সেই বিপ্লবী চেতনাকে ধারণ করে ছাত্রলীগও জাতির যেকোন ক্রান্তিলগ্নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।’
এসময় উপস্থিত ছিলেন ৮নং শুলকবহর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আদনানুর রহমান, সহ-সভাপতি শাহরিয়ার সালাম বাবু, অঙ্কুর কান্তি পাল, সাধারণ সম্পাদক আবু জাহিদ রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক শুভ দাশ, সাদমান সাকিব, আসাদুল্লাহ গালিব, সাংগঠনিক সম্পাদক সায়মন হোসেন সাগর প্রমুখ।