খাদ্য রসিক বাঙ্গালীর জন্য নতুন প্রয়াস: “রসনাবিলাস”
একঝাঁক স্বপ্নচারী গৃহিনীদের কথা ও রেসিপি এবং অপরাজিত নারী উদ্যোক্তাদের পসরা নিয়ে দেশের অভিজাত নারীদের রান্না বিষয়ক গ্রুপ রসনাবিলাসের প্রথম প্রকাশনা – ” রসনাবিলাস “

বাংলাদেশ সেরা এবং ওপার বাংলার(কলকাতা) রন্ধন শিল্পীদের সুস্বাদু রেসিপি নিয়ে তৈরি এই বইটি। এছাড়াও সারা দেশে ছড়িয়ে থাকা নারী উদ্যোক্তাদের মাঝে সেতুবন্ধন রচনার পাশাপাশি তাদের পরিচিতি দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে দিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
বইটির এডভাইজার হিসেবে থাকবেন বাংলাদেশের অন্যতম রন্ধনশিল্পী শাহনাজ ইসলাম। তাছাড়া বইটি তে আরো বড় বড় রাধুঁনিদের রেসিপি দেখা যাবে,এটাই বইটির চমক।

উক্ত প্রকাশনাকে সমৃদ্ধ করতে আপনাদের মূল্যবান রেসিপি ও স্ব স্ব প্রতিষ্টানের মানসম্মত বিজ্ঞাপন এদেশের জীবন যুদ্ধে অবতীর্ণ নারীদের সংগ্রাম কে আরো বেগবান করবে।
রসনাবিলাস বই প্রকাশনার
সমন্বয়ক
শাহরিন জাহান ইফতা
রসনা বিলাস সংকলন