রামুতে জলবায়ু ধর্মঘট ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে….

কক্সবাজার জেলার অন্তর্গত রামু উপজেলার শহীদ মিনার প্রাঙ্গনে আজ(২৫শে সেপ্টেম্বর)সকাল দশটায় জলবায়ু ধর্মঘট পালন এবং উপজেলা প্রাঙ্গনসহ রামুর বিভিন্ন জায়গায় ১০০ চারাগাছ রোপণ করা হয় এবং তা সমগ্র কর্মসূচি ফেইসবুক ও জুম লাইভ মাধ্যমে একযোগে সারা বাংলাদেশে প্রচার করা হয়।
“Fridays For Future – Bangladesh” এর কক্সবাজার জেলা কো-অর্ডিনেটর রিমন বড়ুয়া’র প্রতিনিধিত্বে “Youth Position Bangladesh” এবং “Circle” এর পক্ষ হতে কক্সবাজার জেলায় “Global Day for Climate Action” এর কর্মসূচি পরিচালনা করা হয়।
জানা যায় একই দিনে সমগ্র বাংলাদেশ জলবায়ু ধর্মঘট পালন করে যা বাংলাদেশ সময় সকাল ১০ ঘটিকায় বাংলাদেশের জলবায়ু যোদ্ধারা একত্রিত হয়, সারাবিশ্বকে নিজেদের অবস্থান জানানোর জন্য। সাথে অনলাইনে চলেছে ৭টি মহাদেশের ১৪ জন জলবায়ু যুদ্ধের নেতার সাথে মতবিনিময় এবং ছিলো আইন প্রণেতাবৃন্দ।
এসি/বিবিএন /স্টাফ রিপোর্টার।