লকডাউনের মধ্যেই সরকার দোকানপাট-শপিংমল খোলার অনুমতি দিয়েছে
লকডাউনের মধ্যেই সরকার দোকানপাট-শপিংমল খোলার অনুমতি দিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সকাল ১০টা হতে বিকেল ৫টা পর্যন্ত দেশের সকল দোকানপাট-শপিংমল খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার। তবে স্বাস্থ্যবিধি মেনে সবাইকে বেচাকেনা করতে হবে।
রোববার (২৫ এপ্রিল) থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত। শুক্রবার (২৩ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ হতে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. রেজাউল ইসলামের স্বাক্ষরে ওই প্রজ্ঞাপন জারি করা হয়, ওই প্রজ্ঞাপনে বলা হয় অধিক সংখ্যক মানুষের জীবন-জীবিকার কথা বিবেচনা করে এই নির্দেশনা জারি করা হয়েছে। এদিকে স্বাস্থ্যবিধি সুষ্ঠুভাবে মেনে চলার বিষয়টি সংশ্লিষ্ট বাজার বা সংস্থার ব্যবস্থাপনা কমিটি দ্বারা পরিচালিত হবে বলে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়।
সম্পর্কিত খবর
শুক্রবার থেকে শপিংমল সমূহ খোলা থাকবে || শর্তসাপেক্ষে
চট্টগ্রামে সন্ধ্যা ছয়টার পর সকল শপিংমল ও দোকানপাট বন্ধ ঘোষণা
চলমান ‘কঠোর লকডাউনের’ মেয়াদ এক সপ্তাহ বাড়লো
প্রসঙ্গত করোনাভাইরাসে সংক্রমণ ব্যাপকভাবে বেড়ে যাওয়ার কারণে গত ৫ এপ্রিল চলাচলে বিধিনিষেধ আরোপ করে সরকার।
তবে তখন অল্প পরিসরে সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক খোলা রাখার অনুমতি দেয়া হয়েছিল।
এরপর সর্বশেষ ১৪ এপ্রিল সকাল থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত সারা দেশে “সর্বাত্মক লকডাউন” ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এরপরে সর্বশেষ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেন। ওই প্রজ্ঞাপনে ২১ এপ্রিল মধ্যরাত থেকে ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত “সর্বাত্মক লকডাউন” বাড়ানো হয়।