শিক্ষাঙ্গণচট্টগ্রামসকল সংবাদসারাদেশ

” দাম দিয়ে কিনেছি বাংলা” শিল্প প্রদর্শনী চলছে চারুকলায়

মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে শিল্পী রশিদ চৌধুরী হোস্টেল, চারুকলা ইনস্টিটিউট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ” দাম দিয়ে কিনেছি বাংলা” শিরোনামে শিল্প প্রদর্শনীটি উদ্বোধন হলো গতকাল। শিল্পী রশিদ চৌধুরী গ্যালারীতে চলমান এই শিল্প প্রদর্শনীর উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।
" দাম দিয়ে কিনেছি বাংলা" শিল্প প্রদর্শনী চলছে চারুকলায়
” দাম দিয়ে কিনেছি বাংলা” শিল্প প্রদর্শনী চলছে চারুকলায়

শিল্পী রশীদ চৌধুরী হোস্টেলের সহকারী ওয়ার্ডেন শিল্পী সুব্রত দাস বলেন, প্রদর্শনীটি শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলের শিক্ষার্থীদের অংশগ্রহনে বাৎসরিক কার্যক্রমের অন্যতম একটি অংশ হিসেবে করা হয়েছে। করোনা মহামারী পরিস্থিতির কারণে সীমিতভাবে স্বাস্থ্যবিধি মেনে এই প্রদর্শনীটির আয়োজন করা হয়। প্রদর্শনীটি ১৮ -২১ ডিসেম্বর, ২০২০ পর্যন্ত চলবে।

শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলের আবাসিক ছাত্র সৌরভ শীল বলেন, মুজিব আমাদের মুক্তির পথপ্রদর্শক। মুজিব শতবর্ষ উপলক্ষ্যে আয়োজিত “দাম দিয়ে কিনেছি বাংলা” শিরোনামে প্রদর্শনী আয়োজনে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাই সংশ্লিষ্ট সবাইকে৷পরিচালক স্যার, ওয়ার্ডেন ও সহকারী ওয়ার্ডেন স্যারকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি।


” দাম দিয়ে কিনেছি বাংলা” প্রদর্শনীতে চারুকলায় আরো উপস্থিত ছিলেন চারুকলা ইনস্টিটিউটের পরিচালক প্রণব মিত্র চৌধুরী, শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলের ওয়ার্ডেন শিল্পী জাহেদ আলী চৌধুরী যুবরাজ ও সহকারী ওয়ার্ডেন শিল্পী সুব্রত দাস। অনুষ্টানের এক পর্যায়ে মানননীয় ভিসিকে “বেগম রোকেয়া পদক ২০২০” প্রাপ্তির জন্য সংবর্ধনা ও সম্মাননা স্মারক উপহার দেন হোস্টেলের ওয়ার্ডেনবৃন্দ ও ছাত্ররা।

বে অব বেঙ্গল নিউজ /BAY OF BENGAL NEWS

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ