সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ মামলার ৪ নাম্বার আসামি গ্রেপ্তার: ব্রেকিং নিউজ

গত শুক্রবার রাতে সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে যে গৃহবধূকে গণধর্ষণ করা হয়েছে সেই মামলার ৪ নং আসামী উজ্জ্বল লস্কর কে পুলিশ গ্রেফতার করেছে। তাকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা সীমান্ত থেকে গ্রেফতার করে পুলিশ। এর আগে ১ নং আসামী সাইফুর রহমানকে গ্রেফতার করা হয়েছে ছাতকের সীমান্ত থেকে।
সিলেটের পুলিশ সুপারের কার্যালয়ে উজ্জ্বল লস্করকে রাখা হয়েছে।
আইনশৃঙ্খলা সদস্যরা সাংবাদিকদের বলেছেন, সিলেটের প্রত্যেকটি সীমান্তে কড়া নজরদারি রাখা হয়েছে। সিলেট বিভাগের প্রত্যেক সীমান্তে আসামিদের ধরার জন্য পুলিশের অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।
পরবর্তী সংবাদ গুলো পেতে চোখ রাখুন বে অব বেঙ্গল নিউজ এর অনলাইন পোর্টালে…..