হবিগঞ্জে তরুণীর বস্তাবন্দী অর্ধগলিত লাশ টেনে বের করল কুকুর

হবিগঞ্জের মাধবপুরে বুল্লা ইউনিয়নের খুরধর নদীর কাছ থেকে অর্ধগলিত অবস্থায় এক তরুণীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। এখনো নিহত তরুণীর লাশ পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা যায়, তরুণীকে হত্যা করে দুর্বৃত্তরা লাশ বস্তায় ঢুকিয়ে নদীর পাড়ে গর্তে লুকিয়ে রেখেছিল। শিয়াল-কুকুর মাটি খুঁড়ে লাশটি গর্ত থেকে টেনে বের করলে স্থানীয় লোকজনের নজরে আসে। খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করে।
মাধবপুর থানার এসআই সনক কুমার দাস জানান, ওই তরুণীর স্তন কাটা ছিল। ধারণা করা হচ্ছে ১০/১২ দিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ বস্তায় ভরে নদীর পাড়ে মাটিচাপা দিয়ে রাখে। শিয়াল কুকুর মাটি খুঁড়ে লাশ টেনে বের করে নাড়ি-ভুড়িসহ শরীরের বিভিন্ন অংশ খেয়ে ফেলেছে।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। ঘটনার রহস্য উন্মোচনে পুলিশ তদন্ত শুরু করেছে।লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
এখনো উদ্ধার হওয়া লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি, লাশের পরিচয় শনাক্তের কাজ চলছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হবে।