অভিনব কায়দায় ইয়াবা পরিবহনের সময় রোহিঙ্গা কিশোরসহ আটক ৩…

চট্টগ্রামে অভিনব কায়দায় ইয়াবা পরিবহনের সময় এক রোহিঙ্গা সহ মোট ৩ জনকে আটক করেছে র্যাব -৭।
আজ ১১ সেপ্টেম্বর, ২০২০ খ্রিঃ রোজ শুক্রবার বিকাল আনুমানিক ৪:১৫ ঘটিকার সময় চট্টগ্রাম জেলার বাঁশখালী থানাধীন পুকুরিয়াস্থ তৈলারদ্বীপ ব্রিজ টোলপ্লাজার সামনে কক্সবাজার উখিয়া থেকে চট্টগ্রামে ইয়াবা পরিবহনের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮০০০ পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করছে র্যাব -৭।
আটককৃতদের নাম- ১. ইসমাইল হোসেন (৩৫), ২. সুমি আক্তার (২৫) এবং ৩. একজন কিশোর (১৭)।
উল্লেখ্য , তৃতীয় আসামী একজন রোহিঙ্গা।
র্যাব সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামীরা প্রত্যেকে অত্যন্ত সুকৌশলে নিজেদের পরিহিত জুতার সোলের ভিতরে লুকায়িত অবস্থায় ইয়াবা পরিবহন করছিল।
এসি/বিবিএন /স্টাফ রিপোর্টার।