আবারও প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প…

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে দ্বিতীয়বারের মতো আনুষ্ঠানিক মনোনয়ন পেলেন ট্রাম্প।
আগামী নভেম্বরে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। গতকাল সোমবার থেকে নর্থ ক্যারোলিনার শার্লটে দলীয় সম্মেলন শুরু হয়। সেখানে ৩৩৬ জন প্রতিনিধি জড়ো হন।প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল ভাষণও দেন।
তিনি বলেন, ডেমোক্র্যাটরা নির্বাচনী ফল চুরি করতে কোভিড-১৯ কে ব্যবহার করছেন। তারা এর মাধ্যমে মানুষকে প্রতারিত করছেন যা তারা করতে পারেন না। তারা সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটকে প্রতারিত করার চেষ্টা করছেন।ইতিমধ্যে, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলে দ্বিতীয়বারের মতো আনুষ্ঠানিক মনোনয়ন পেয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আগামী বৃহস্পতিবার মনোনয়নপত্র গ্রহণ করে হোয়াইট হাউজের লন থেকে ভাষণ দেবেন প্রেসিডেন্ট ট্রাম্প।
এর আগে ডেমোক্র্যাটরা জো বাইডেনকে দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ঘোষণা করেছিলেন। ২০১৬ সালে ব্যবসায়ী ও ধনকুবের ট্রাম্প প্রথমবারের মতো রিপাবলিকান দল থেকে মনোনয়ন পান।
সূত্রঃ দ্য গার্ডিয়ান ও ভয়েস অব আমেরিকা
বিবিএন