আলকরণ শ্রীশ্রী রক্ষাকালী মন্দির কমিটি গঠন করা হয়েছে
আলকরণ শ্রীশ্রী রক্ষাকালী মন্দির কমিটি গঠন করা হয়েছে আজ।
শুক্রবার (২৬ মার্চ) আলকরণ শ্রীশ্রী রক্ষাকালী মন্দির প্রাঙ্গণে এক বৈঠকে শ্রী যুক্ত বাবু তপন চক্রবর্তীকে প্রধান উপদেষ্টা, শ্রী যুক্ত বাবু নারায়ন দাশ সভাপতি ও শ্রী যুক্ত বাবু নন্দন রায়কে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।
কমিটিতে রয়েছেন অর্থ সম্পাদক শ্রী যুক্ত বাবু সঞ্জয় সেন, সাংগঠনিক সম্পাদক শ্রী যুক্ত বাবু রাজিব দত্ত, দপ্তর সম্পাদক শ্রী যুক্ত বাবু আদিত্য দাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শ্রী কুশন সেন, আপ্যায়ন ও অভ্যর্থনা সম্পাদক শ্রী হৃদয় দাশ, স্বেচ্ছাসেবক প্রধান শ্রী সৌরভ সরকার, সার্বিক তত্বাবধানে শ্রী যুক্ত বাবু সঞ্জয় দত্ত মিঠু।
বে অব বেঙ্গল নিউজ / bay of bengal news