ইউপি সদস্যের ঘরে ইয়াবা ও গুলিসহ যৌন উত্তেজক ঔষুধ উদ্ধার
কুমিল্লার এক ইউপি সদস্যের ঘর থেকে ইয়াবা ও গুলিসহ যৌন উত্তেজক ঔষুধ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে ১২ টার দিকে কোতয়ালী মডেল থানা পুলিশ আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিক মেম্বারের ঘরে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সোহান সরকারের নেতৃত্বে ছাওয়ালপুর গ্রামে শফিক মেম্বারের বাড়িতে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় শফিক মেম্বারের ঘরে তল্লাশি চালিয়ে ৫৮০ পিস ইয়াবা, পিস্তলের ২ রাউন্ড ও রিভলবারের ৪ রাউন্ড গুলি এবং ১৯ পিস যৌন উত্তেজক ওষুধ উদ্ধার করা হয়।
এছাড়া ২৬টি বিয়ারের খালি ক্যান জব্দ করা হয়।
তবে অভিযানের আগেই পালিয়ে যান শফিক মেম্বার।
![ইউপি সদস্যের ঘরে ইয়াবা ও গুলিসহ যৌন উত্তেজক ঔষুধ উদ্ধার ইউপি সদস্যের ঘরে ইয়াবা ও গুলিসহ যৌন উত্তেজক ঔষুধ উদ্ধার](https://bayofbengalnews.com/wp-content/uploads/2021/04/InShot_20210401_201907869-300x300.jpg)
কোতয়ালী মডেল থানার ওসি মো. আনোয়ারুল হক জানান, এই ঘটনায় পৃথক ৩ টি মামলা করা হয়েছে।
শফিক মেম্বারের বিরুদ্ধে মাদক আইনে থানায় আরও একটি মামলা রয়েছে।