ইফতার তৈরি করা নিয়ে কথা-কাটাকাটির জেরে তরুণীর আত্মহত্যা
নগরীতে ইফতার তৈরি করা নিয়ে দুই বোনের কথা-কাটাকাটির জেরে শারমিন আক্তার (৩০) নামে এক তরুণী আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (২০ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রামের ডবলমুরিং থানার আগ্রবাদ এলাকার দাইয়া পাড়ায় এ আত্নহত্যার ঘটনা ঘটে।
জানা গেছে, মৃত শারমিন আক্তার মো. শাহাজাহান এর ছোট মেয়ে এবং রহুল আমিন মোল্লার ছেলের স্ত্রী।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা রুহুল আমিন মোল্লা জানান, ইফতার তৈরি করা নিয়ে বড়বোন মৌসুমীর সঙ্গে ছোট বোন শারমিনের কথা-কাটাকাটি হয়।
এ ঘটনার জেরে পরে পরিবারের অজান্তে সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে শারমিন।
অনেক ডাকাডাকির পর শারমিনের খোঁজ না পেয়ে দরজা ভেঙে তাঁকে উদ্ধার করা হয়।
এ অবস্থায় তরুণীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়।