ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা সিরিয়ায়ঃ ৫ ইরানি সৈন্য নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ গত সোমবার ইসরায়েল ক্ষেপনাস্ত্র হামলায় সিরিয়ায় ইরানি ৫ সৈন্য নিহত হয়েছে। এ সময় আরও এক বেসামরিক লোকও মারা গেছেন। গত সোমবার এই হামলা চালানো হয়। আহত হয়েছে আরও অনেকে।
জানা গেছে, সোমবার গোলান মালভূমি থেকে একের পর এক ক্ষেপনাস্ত্র হামলা চালায় ইসরায়েল। তাদের অধিকাংশ ক্ষেপণাস্ত্রই ধ্বংস করে সিরিয়ার বিমান বাহিনী। কিন্তু দক্ষিণ দামেস্কের একটি অঞ্চলে আঘাত হানে একটি ক্ষেপণাস্ত্র।
দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী এই হামলায় ৫ জন ইরানি সৈন্য নিহত হয়েছে। এছাড়া একাধিক সাধারণ মানুষও নিহত হয়েছে। আহত হয়েছে অনেক। আর ইসরায়েল টাইমস বলছে মৃতের সংখ্যা ৬ এর অধিক। ইসরায়েলের দুটি সংবাদমাধ্যমই জানিয়েছে যে সিরিয়া অভিযোগ করছে এই হামলা ইসরায়েল করেছে।
সূত্রঃ রয়টার্স, দ্য জেরুজালেম পোস্ট ও ইসরায়েল টাইমসের।
বিবিএন