এসি থেকে মসজিদে বিষ্ফোরণ – ৪০ জন আহতঃ নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সদর উপজেলার পশ্চিম তল্লা বাইতুস সালাম জামে মসজিদের এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণে অন্তত চল্লিশ জন দগ্ধ হয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে এশার নামাজের জামাত চলাকালে এ বিস্ফোরণ ঘটে।
দগ্ধদের মধ্যে ৩৭ জনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে, তাৎক্ষণিকভাবে তাদের কারোরই পরিচয় পাওয়া যায়নি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এসি বিস্ফোরণে পাঁচ জন দগ্ধ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি ও অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। আহত ও দগ্ধের সংখ্যা বাড়তে পারে।’
বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি বলে জানান তিনি।
ফতুল্লা থানার ওসি আসলাম হোসেন সাংবাদিকদের জানান, ‘ নামাজে প্রায় ৮০ জনের মতো মুসল্লি অংশ নিয়েছিলেন। পরে এসি বিস্ফোরণে অনেকেই আহত হন। বিস্ফোরণে দগ্ধদের শরীরের ৬০-৭০ শতাংশ পুড়ে গেছে।’