কক্সবাজার কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
আজ শনিবার কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার কুতুবদিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন কাদের তুষার এর নেতৃত্বে কক্সবাজার কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
কুতুবদিয়া কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক সালাউদ্দিন কাদের তুষার বে অব বেঙ্গল নিউজ কে বলেন, ছাত্রলীগের একজন সাবেক ছাত্রনেতার উপর এমন সন্ত্রাসী হামলা নিন্দনীয় এবং অমানবিক।আমরা এর বিচার চাই। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জনাব এইচ.এম সাজ্জাদ, কুতুবদিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন কাদের তুষার, যুগ্ম সাধারণ সম্পাদক রাজিবুল কাদের বাপ্পি, সহ-সভাপতি কাইচার হামিদ, কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগের উপ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক জুলফিকার আলী ভুট্টু, ছাত্রনেতা মিল্টন, ছাত্রনেতা রিদুয়ান হোসাইন, ছাত্রনেতা ফোরকান প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক/ বে অব বেঙ্গল নিউজ