কক্সবাজারের দরিয়ানগরে ভেসে এলো মৃত তিমি
কক্সবাজারের দরিয়ানগরে ভেসে এসেছে বঙ্গোপসাগর থেকে একটি মৃত তিমি।
শুক্রবার (৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে মৃত তিমি মাছটি দরিয়ানগর এলাকার সমুদ্র-সৈকতে ভেসে আসে।
দরিয়ানগরের লোকজনের ধারণা, বড় কোন ট্রলারের সাথে ধাক্কা লাগার কারণে এটির মৃত্যু হয়েছে।
তবে পরিবেশবিদরা বলছেন ভিন্ন কথা, এটি আত্মহত্যাও হতে পারে। তিমি সাধারণত যৌবনকাল অতিবাহিত হলেই আত্মহত্যা করে থাকে। যে তিমিটি ভেসে এসেছে এটির ওজন আড়াই টনেরও বেশি।