করোনা মুক্ত হলেন নানক

বাংলাদেশ আওয়ামী লীগ এর সভাপতি মন্ডলীর সদস্য এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার পর চিকিৎসক এর পরামর্শ অনুুযায়ী হোম কোয়ারান্টাইনে থাকার পর এখন সুুুস্থ আছেন বলে জানা যায় আজ।
এর আগে,করোনা (COVID -19) পজিটিভ হওয়ার পরেই তার মেয়ের জামাই ডাক্তার নাজমুল ইসলাম এর পরামর্শ অনুযায়ী হোম কোয়ারান্টাইনে চিকিৎসাধীন ছিলেন নানক। এখন টেস্টে করোনা নেগেটিভ এসেছে তার। তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে আরো কিছু দিন হোম কোয়ারান্টাইনে থাকতে হবে বলে জানা যায়।

এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এর ফেসবুক পেইজে একটি বার্তা দেয়া হয় আজ।সেখানে লেখা আছে,
প্রিয় দেশবাসী,
আসসালামু আলাইকুম।
মহান আল্লাহ্র অশেষ রহমতে আমার করোনা (COVID-19) টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। আলহামদুলিল্লাহ।
আমি আমার দলের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, দলের সর্বস্তরের নেতাকর্মী এবং দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আমার করোনা (COVID -19) পজিটিভ হওয়ার পরেই আমি আমার পুত্র সমতুল্য একমাত্র মেয়ের জামাই ডাক্তার নাজমুল ইসলাম এর পরামর্শ অনুযায়ী হোম কোয়ারান্টাইনে চিকিৎসাধীন ছিলাম।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমাকে আরো কিছু দিন হোম কোয়ারান্টাইনে থাকতে হবে।
আমি পুরোপুরি সুস্থ হয়ে আপনাদের সেবায় আবারও নিজেকে নিয়োজিত করতে চাই, আমার জন্য এবং আমার পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া করবেন।
সবাইকে ধন্যবাদ।
আল্লাহ সকলের সহায় হোন, আমিন।
বে অব বেঙ্গল নিউজ/ BAY OF BENGAL NEWS