টেকনাফের মেরিন ড্রাইভে ক্রিস্টাল মেথ ও ইয়াবা সহ আটক ১
কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে একটি প্রাইভেট কার তল্লাশী চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবা ও ক্রিস্টাল মেথসহ গাড়ি চালককে আটক করেছে পুলিশ। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে।

আজ শনিবার ( ৮ মে) দুপুর ১২টার দিকে মেরিন ড্রাইভ সড়কে অভিযান চালিয়ে এসব মাদকসহ চালককে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাফিজুর রহমান।
আটক হওয়া ওসমান গনি (২৩) টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকার মোঃ রফিকের ছেলে।
ওসি মোঃ হাফিজুর রহমান জানান, টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে মাদক বহনের কাজে ব্যবহৃত একটি প্রিমিও সাদা প্রাইভেটকার হতে ১০০ গ্রাম ক্রিস্টাল মেথ মাদক ও ১৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন।