খাগড়াছড়িতে ঝর্ণার পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু…
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার রিছাং ঝর্ণা নামক পর্যটনকেন্দ্রে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে ঝর্ণার গভীর পানিতে ডুবে মৃত্যু হয় এক স্কুল ছাত্রের। তার নাম মলাই জ্যোতি চাকমা (১৪) এবং অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা যায়। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
এব্যাপারে মাটিরাঙ্গা থানার তদন্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন ভূঁইয়া জানান, রবিবার দুপুরে দুই সহপাঠীকে সাথে নিয়ে রিছাং ঝর্ণায় ঘুরতে যায় মলাই জ্যোতি চাকমা। এ সময় রিছাং ঝর্ণার উপর থেকে পানিতে লাফ দিয়ে পড়ার সাথে সাথে সে গভীরে তলিয়ে যায়। খবর পেয়ে বেলা দুইটার দিকে মাটিরাঙ্গা থানার এসআই মোজাম্মেল হকের নেতৃত্বে পুলিশের একটি দল গিয়ে তার লাশ উদ্ধার করে।
জানা যায়, নিহত মলাই জ্যোতি চাকমা পুলিশ কনস্টেবল জগত বন্ধু চাকমার একমাত্র ছেলে।সে থাকতো খাগড়াছড়ি সদরের স্লুইসগেট আনন্দ নগর এলাকায় মায়ের সাথে। তার বাবা জগত বন্ধু চাকমা বর্ত্মানে ফেনীর সোনাগাজী থানায় কর্মরত রয়েছেন।
বিবিএন / স্টাফ রিপোর্টার।