খাতুনগঞ্জের ব্যবসায়ীদের পুরোনো কৌশলঃ ক্যাব সভাপতি
চট্টগ্রামের খাতুনগঞ্জে কয়েকদিন ধরে চলা জেলা মেজিস্ট্রেটের অভিযান ও জরিমানার প্রতিবাদে আন্দোলনে নামে খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। তারা দোকানে তালা ঝুলিয়ে দেই। ভ্যান আর ট্রাক রাস্তায় রেখে তারা ভেরিকেট দেয়।
একজন ব্যবসায়ী চিৎকার করে প্রতিবাদের সুরে বলছিলেন এখানে কোন কাঁচামাল মজুদ হয়না। পিয়াজ একটি কাঁচামাল।
আরেকজন ব্যবসায়ী বলেন আমাদের ক্ষতি হচ্ছে কিন্তু মান সম্মানের দিকে তাকিয়ে বন্ধ রাখতে হচ্ছে, প্রতিবাদ করতে হচ্ছে।
এর পর বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। বিক্ষোভ মিছিলে তারা বলেন নৌ কিংবা স্তল বন্দরে অভিযান না দিয়ে কমিশব দোকান ব্যবসায়ীদের অভিযান চালিয়ে সুফল পাওয়া যাবেনা।
আবার অনেকে বলেন, এই কৌশল ব্যবসায়ীদের পুরোনো। নিজেদের ভুল লুকানোর জন্য তারা এই কৌশল অবলম্বন করে থাকে।
ক্যাব, চট্টগ্রাম এর সভাপতি এস এম নাজির হোসেন বলেন, এসব তাদের পুরোনো কৌশল, তারা তাদের ভুল ঢাকার জন্য প্রতিনিয়ত এমন করে আসছে। পিয়াজের ক্ষেত্রে তারা ছাড় পাবেনা।
উল্লেখ্য গত দু’সপ্তাহের ব্যবধানে পিয়াজের দাম ২২ টাকা থেকে ৪০ টাকা হয়েছে, যা দ্বিগুণ।
ডব্লিও বি বি ও / বে অব বেঙ্গল নিউজ / স্টাফ রিপোর্টার