চকরিয়ায় মোটরসাইকেল দূর্ঘটনায় দুই মেধাবী তরুণের মৃত্যু…

রবিবার (৩০আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর জিদ্দাবাজার এলাকায় কক্সবাজারগামী একটি কাভার্ডভ্যানের চাপায় পরে দুই মোটরসাইকলে আরোহী নিহত ও একজন আহত হন।

নিহতরা হলেন, হারবাং ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের অলিপুর গ্রামের মোহাম্মদ বশিরের পুত্র আমজাদ হোসেন রিফাত (২২) তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান নিয়ে পড়া শুনা করতেন এবং একই ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের বাজারপাড়া গ্রামের আব্দুল হাকিমের পুত্র মোহাম্মদ তারেক (২২) তিনি সদ্য ডিপ্লোমা প্রকোশল হিসেবে উত্তির্ন হয়েছিলেন।
এছাড়া একই ইউনিয়নের আব্দুল হাকিমের পুত্র তানজিলুর রহমান (১৯) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উক্ত ঘটনা চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিছুর রহমান নিশ্চিত করেন।
বিবিএন / স্টাফ রিপোর্টার।