এবার জেলা প্রশাসনের অভিযানঃ ডবলমুরিং,চট্টগ্রাম…
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী ও রেলওয়ের ভূ-সম্পত্তি কর্মকর্তা মাহবুবুল করিমের নেতৃত্বে চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত দেওয়ানহাটের পোস্তার পাড় থেকে মার্শালিং ইয়ার্ড পর্যন্ত এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
উল্লেখ্য এসময় প্রায় দুই একর জায়গা জুড়ে গড়ে উঠা ৪৮২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এবিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বলেন, আজকের অভিযানে প্রায় দুই একর জায়গা জুড়ে গড়ে উঠা ৪৮২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পরে জায়গা রেলওয়েকে বুঝিয়ে দেয়া হয়।
ওয়াইএইচ / বিবিএন।