চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন পেছালো আরও ৫০ দিন
করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে প্রতিদিন। আর এদিকে আগামী ১১ এপ্রিল হওউয়ার কথা ছিল চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন।
কিন্তু করোনাভাইরাসের অধিক সংক্রমণের ঝুকি এড়াতে সম্মেলন পিছানো হলো এবাত ৫০ দিন। নগর স্বেচ্ছাসেবক লীগের এই সম্মেলন হওয়ার কথা ছিল, চট্টগ্রাম নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে।
![চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন পেছালো আরও ৫০ দিন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন পেছালো আরও ৫০ দিন](https://bayofbengalnews.com/wp-content/uploads/2021/04/InShot_20210403_001002392-300x169.jpg)
পুণনির্ধারণ করা হয়েছে সম্মেলনের তারিখ। সংক্রমণ বৃদ্ধির কারণে সম্মেলনের নতুন তারিখ পিছিয়ে ২৯ মে নির্ধারণ করা হয়েছে।
স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
উল্লেখ্য ২০০১ সালে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি দেয়া হয়েছিল। ওই কমিটিতে আহ্বায়ক করা হয়েছিল অ্যাডভোকেট এ এইচ এম জিয়াউদ্দিনকে। কিন্তু গত ২০ বছরে কমিটির পূর্ণাঙ্গ রূপ হয়নি। এ অবস্থায় দীর্ঘ২০ বছর পর সম্মেলনকে কেন্দ্র করে চট্টগ্রামমহানগরে সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা কাজ করছিল। গঠন করা হয়েছিল কয়েকটি উপ-কমিটি। এরমধ্যে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় আবার আটকে গেল নগর স্বেচ্ছাসেবক লীগের বহুকাঙ্ক্ষিত সম্মেলন।