জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত: মুক্তিযুদ্ধ মঞ্চ চান্দগাঁও থানা।
চট্টগ্রামঃ চট্টগ্রাম মহানগর আওতাধীন মুক্তিযুদ্ধ মঞ্চ চান্দগাঁও শাখার উদ্যোগে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালে মুক্তিযুদ্ধ মঞ্চ চান্দগাঁও থানা শাখার সভাপতি মোহাম্মদ মোমিন এর সভাপতিত্বে এবং মুক্তিযুদ্ধ মঞ্চ চান্দগাঁও থানা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য নঈম উদ্দীন খান, প্রধান বক্তা ছিলেন মুক্তিযুদ্ধ মঞ্চ চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক তামজিদ কামরান, বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ মঞ্চ চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মাসফিকুল হোসাইন মাসফিক, সাংগঠনিক সম্পাদক আদিত্য দাশ জয়, ফরহাদ খাঁন ইরফান, শাহেদ আমিন, আব্দুল্লাহ আল নোমান, মোহাম্মদ রফিক, সাজিদ আহমেদ রায়হান প্রমুখ।
এসময় আরও বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ মঞ্চ চান্দগাঁও থানা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সালাহউদ্দীন, সাংগঠনিক সম্পাদক আরাফাত মিজান, উপ-দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন আসিফ ৷
উক্ত শোকসভায় বক্তারা ১৫ আগষ্ট এবং ২১ আগষ্ট এক সূত্রে গাঁতা উল্লেখ করে বলেন, এদের দোসররা আজ ও আমাদের চারপাশে বহমান। এরা দেশ জাতি সমাজের শত্রু। বক্তারা ২১ আগষ্টের চক্রান্তকারী তারেক জিয়াকে দেশে এনে দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি জানায়।
ডব্লিউ বি বি ও / বে অব বেঙ্গল নিউজ / চট্টগ্রাম / স্টাফ রিপোর্টার।