মুক্তির ২৫ বছরে পা রাখল ” দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে “
দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে মুক্তির 25 বছরে পা রাখল ইতিহাসের অন্যতম সফল এই চলচ্চিত্র।
এই উপলক্ষে সম্প্রতি টুইটারের নাম বদল করেছেন ছবির নায়ক নায়িকা। যেখানে শাহরুখ খান হয়েছেন রাজ মালহোত্রা এবং কাজল হয়েছেন সিমরান, সাথে পোস্ট করেছেন ডিডিএলজে-এর ছবিও।
উল্লেখ্য ১৯৯৫ সালের ২০-ই অক্টোবর প্রকাশিত হওয়া এই চলচিত্র আয় করেছে ১২৩ কোটি টাকা (ভারতীয় রুপি)। যার পরিচালক ছিলেন আদিত্য চোপড়া।
ওয়াইএইচ / বে অব বেঙ্গল নিউজ / Bay of Bengal news