দেশের অর্থনীতি রসাতলে যাচ্ছে: মির্জা ফখরুল
রোববার বিকেলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকীর ভার্চুয়াল আলোচনায় একথা বলেন ফখরুল। তিনি বলেন, মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতির লক্ষেই অর্থনীতিকে ধ্বংস করছে সরকার। শেয়ারবাজার থেকে শুরু করে ব্যাংকিং সেক্টরকে ধ্বংস করে ফেলা হয়েছে।
দেশের অর্থনীতিকে রসাতলে নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ভার্চুয়াল আলোচনায় এম সাইফুর রহমানের কর্মময় জীবন নিয়ে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র নেতারা।
স্টাফ রিপোর্টার/বে অব বেঙ্গল নিউজ