ধরনীর দুয়ারে
মিনহাজুল ইসলাম ইমন

ধরনীর দুয়ারে
মিনহাজুল ইসলাম ইমন
বাতাসকে ভালোবাসতে পারো,
আকাশও মন্দ না!
পানিকে ভালোবেসে দেখো,
পাহাড় কে ভালোবেসে হারবে না!
আকাশের পানে চেয়ে থাকো,
বৃষ্টির মলিন ফোটা স্পর্শ কর,
মায়ায় পড়ে যাবে।
তবুও কেন যন্ত্রনা আপন করিতে,
মানুষকে ভালোবাসবে?
কত জনে কত কিছু,শখের বসে আপন করে;
বিড়ালের ছিন্নে আহাযারিতে মরে।
কুকুর কে বলো কেন নিকৃষ্ট,
মানুষ কি কুকুর থেকেও উৎকৃষ্ট?
ভালোবাসো,বারে বারে!
কত কিছুই না আছে ধরনীর দ্বারে।
আকাশ দেখ,হাওয়া খাও,
পাখি দেখ,ফুল নাও।
ধরনীর সুন্দর তম প্রকৃতির স্বাদ নাও।
এত কিছু ফেলে, যাও কেন মানবে?
তবুও কেন যন্ত্রনা আপন করিতে,
ভাব জমাও মানব হে!
রাস্তার ধারে ময়লার স্তুূপে,
থাকে মানব সত্ত্বা,
ভদ্রতার অভিনয়ে সবাই এখন কর্তা!
কর্তার হুংকারে কেপে উঠে সবে,
কর্তার মুখোশ খুলিবে কবে?
খুলে দাও সকল মুখোশ,
গড়ে তুলে সুশীল সমাজ;
সুগন্ধে ছড়িয়ে যাবে চারপাশ।
ভালোবাসবে!
ভালোবাসো বারে বারে,
কত কিছুই না আছে ধরনীর দুয়ারে।
তবুও কেন যন্ত্রনা আপন করিতে,
মানবে ভাব জমাবে?
লেখকঃ
মিনহাজুল ইসলাম ইমন
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ৩য় বর্ষের শিক্ষার্থী
পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি