নগরবাউল জেমস নিলেন করোনা টিকার ২য় ডোজ
দেশের শীর্ষ রকস্টার নগরবাউল খ্যাত জেমস করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন।
রবিবার (১১ এপ্রিল) বেলা ২টা ৩০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এসে রকস্টার জেমস টিকা গ্রহণ করেন।

খুব সাদা-মাঠা পোশাকে হাসপাতালে হাজির হন জেমস। তার গায়ে ছিলো কালো টি-শার্ট ও পরনে ছিলো সুতি ট্রাউজার।
জেমস-এর মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, শুরু থেকেই টিকা গ্রহণের বিষয়ে পজিটিভ ছিলেন জেমস।
কোনো সংগঠন, প্রতিষ্ঠানের উদ্যোগ কিংবা কোটায় নয়, নিজেই উদ্যোগী হয়ে ১০ ফেব্রুয়ারি প্রথমবার করোনার টিকা নিয়েছিলেন জেমস।
তারই ধারাবাহিকতায় আজ (১১ এপ্রিল) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এসে করোনার টিকার দ্বিতীয় ডোজ নিলেন জেমস।