নভেম্বরে পিসি রোড সংস্কার কাজ সম্পূর্ণের আশ্বাস চসিক প্রশাসক সুজনের…
চট্টগ্রাম নগরের পোর্ট কানেকটিং সড়কের সাগরিকা মোড় থেকে এসি মসজিদ মোড় পর্যন্ত অংশের কাজ পরিদর্শনে গিয়ে নভেম্বরের মধ্যে সংস্কার কাজ সম্পূর্ণ হওয়ার আশ্বাস দেন চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় পোর্ট কানেকটিং রোডের কাজ সরেজমিনে পরিদর্শনে যান তিনি।
পরিদর্শন শেষে সুজন বলেন, দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা এই সড়কটির কাজে অনেকটাই গতি ফিরেছে। এর মধ্যেই কিছু কাজ দৃশ্যমান হয়েছে। ১৫ তারিখের দিকে এই কাজে আরও দৃশ্যমান উন্নতি দেখা যাবে।
তিনি আরও বলেন, আমাদের অর্থনীতির জন্য লাইফ লাইন খ্যাত এ সড়কটি দীর্ঘদিন ধরে অযত্ন অবহেলায় পড়ে ছিল। আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই অগ্রাধিকার প্রকল্পে এ সড়ককে অন্তর্ভুক্ত করেছি। প্রায়ই আমি এ সড়ক পরিদর্শন করে ঠিকাদারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা আর তাগাদা প্রদান করছি। ঠিকাদাররা এখন ঠিকঠাক মতো কাজ করছেন। আশা করছি নভেম্বরের মধ্যে এই সড়কের কাজ পুরোপুরি শেষ হয়ে যাবে।
প্রসঙ্গত, সিটি করপোরেশনের উদ্যোগে জাইকার অর্থায়নে পোর্ট কানেকটিং সড়ক সড়কটির নির্মাণ কাজ শুরু হয় ২০১৭ সালের ডিসেম্বরে। কয়েক দফায় সময় বাড়িয়ে প্রকল্পটির কাজ চলতি বছরের জুনে শেষ করার কথা ছিল। কিন্তু এরমধ্যেও রাস্তার সংস্কার পরিপূর্ণতা পেলনা।
মোনতাছির চৌধুরী / বিবিএন।