নোবেলের জন্য মনোনীত হলেন ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গে ইজরায়েলের ঐতিহাসিক শান্তি চুক্তিতে মধ্যস্থতা করেছেন বলেই তাঁকে শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ জানিয়েছে, নরওয়ের রাজনীতিবিদ টিব্রিং-জেড্ডে আগামী বছর নোবেল পুরস্কারের জন্য ডোনাল্ড ট্রাম্পের নাম প্রস্তাব করেছেন।
নরওয়ের চারবারের নির্বাচিত এই আইনপ্রণেতার বক্তব্য, ‘ট্রাম্পের যা যোগ্যতা, তাতে আমি মনে করি তিনি নোবেল শান্তি পুরষ্কার পাওয়ার পক্ষে সবচেয়ে উপযুক্ত। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের ভূমিকা অন্য যেকোনও রাষ্ট্রনেতা বা ব্যক্তির চেয়ে বেশি।’
শেষ পর্যন্ত এই পুরস্কার পেলে ট্রাম্প ছুঁয়ে ফেলবেন তাঁর রাজনৈতিক প্রতিপক্ষ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে। ২০০৯ সালে শান্তিতে নোবেল পান ওবামা। ১১ অগাস্ট ইজরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে রাজি হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহি। দুই দেশের ঐতিহাসিক চুক্তির কথা ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর মধ্যস্থতায় এই চুক্তি।
স্টাফ রিপোর্টার/বে অব বেঙ্গল নিউজ