রামুতে চলছে ফানুস উৎসবের প্রস্তুতি…
আত্মশুদ্ধি ও অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরণে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা। আসছে ০১ অক্টোবর পালিত হবে শুদ্ধি লাভের এই ধর্মীয় উৎসব।
প্রবারণা পূর্ণিমার অন্য একটি উৎসবময় দিক হলো ফানুস উত্তোলন। বৌদ্ধ শাস্ত্রমতে যার রয়েছে সুনির্দিষ্ট ব্যাখা ও রীতি।
সেই অনুযায়ী প্রবারণা পূর্ণিমায় আকাশে প্রদীপ প্রজ্বালনের প্রতীক হিসেবে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে ওড়ানো হয় ফানুস।
কক্সবাজারের রামুতে ও হবে না তার ব্যাতিক্রম। পুরোদমে চলছে ফানুস উৎসবের প্রস্তুতি।
আসছে ০১ অক্টোবর শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে রামু মৈত্রী বিহার সংলগ্ন ছাড়া ভিটা মাঠে সেখানখার স্থানীয় বৌদ্ধ ছাত্র ছাত্রীদের আয়োজনে উৎযাপন করা হবে ফানুস উৎসব ২০২০ইং।
আয়োজকদের পক্ষ থেকে উক্ত দিন সকলকেই স্বাদরে আমন্ত্রণ জানানো হয়।
এসি/বিবিএন /স্টাফ রিপোর্টার।