বঙ্গোপসাগরে একটি ট্রলার থেকে ১৩লক্ষ পিস ইয়াবা উদ্ধার; আটক ৩

কক্সবাজারঃ প্রেস ব্রিফিং-এ র্যাবের-১৫ জানায়, গত দু-তিনদিন ধরে বঙ্গোপসাগর উত্তাল থাকায় এর সুযোগ নিয়ে মাদক ব্যবসায়ীরা বড় ধরনের অপরাধ সংগঠিত হতে পারে এমনটা ধারণা করছিল র্যাব।
র্যাব-১৫ এর অধিনায়ক উইং কমান্ডার আজিম গোপন সংবাদের ভিত্তিতে টিম নিয়ে বঙ্গোপসাগরে ২ রাত ধাওয়া করার পর গতকাল রোববার রাতে কক্সবাজার সদর থানাধীন কুরুশকুল মাঝির ঘাট থেকে তিন জনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন-মায়ানমার থেকে জোরপূর্বক বিতাড়িত আয়াজ,বশির আহমেদ, মোহাম্মদ বিলাল(৪৫)।

র্যাব জানায়,গভীর সমুদ্র থেকে ধাওয়া করে তাদের আনা হয় কুরুশকোল মাঝি ঘাটে।এসময়,ফিশিং বোট জব্দ করে তাদের কাছ থেকে ১৩লক্ষ পিস ইয়াবা উদ্ধার করা হয়।যার আনুমানিক মূল্য ৪০ কোটি টাকা।গত এক মাসে আটক হওয়া সবচেয়ে বড় চালান ছিল এটি। ব্যার ১৫ সাংবাদিকদের জানায়,মাদক কারবারিরা যত চেষ্টা করুক না কেন,তারা সফল হতে পারবে না।আইন শৃংখলা বাহিনীর অভিযানের পাশাপাশি,সাধারণ মানুষের সহযোগিতায় মাদকের বিরুদ্ধে সামাজিক বেষ্টনী তৈরী করেই মাদক নির্মূল সম্ভব।
বিশেষ প্রতিনিধি/বিবিএন