বিএনপির বিক্ষোভ সমাবেশ কাল
আগামীকাল সোমবার (২৯ মার্চ) জাতীয় প্রেস-ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২৮ মার্চ) বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ফ্যাসিষ্ট সরকার কর্তৃক ন্যাক্কারজনক হামলা, নৃশংসভাবে মানুষ হত্যা, নারকীয়-তাণ্ডব এবং জনগণের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার হরণের’
এর প্রতিবাদে বিএনপির পক্ষ্য থেকে নেয়া উদ্যোগে সারা দেশে বিক্ষোভ-সমাবেশের অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করবে বিএনপি।
সোমবার একই দিনে দেশব্যাপী সকল মহানগরে এবং ৩০ মার্চ সারাদেশে সকল জেলা-সদরে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হবে বলে বিএনপিরব পক্ষ থেকে দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।