বেপরোয়া মোটরসাইকেল চালক, নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কাঃ নিহত ২
![বেপরোয়া মোটরসাইকেল চালক, নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কাঃ নিহত ২ বেপরোয়া মোটরসাইকেল চালক, নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কাঃ নিহত ২](https://bayofbengalnews.com/wp-content/uploads/2020/08/IMG_20200828_021912.jpg)
ঝিনাইদহে মোটরসাইকেলে করে দুই যুবক দ্রুত গতিতে চৌগাছার দিকে যাওয়ার সময় নওদা গ্রামের বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লেগে দুইজন নিহত হয়েছে।
নওদা গ্রামের প্রত্যক্ষদর্শী মোতালেব হোসেন বিবিএনকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মহেশপুরের বেলেমাঠ বাজারের দিক থেকে মোটরসাইকেলে করে দুই যুবক দ্রুত গতিতে চৌগাছার দিকে যাওয়ার সময় নওদা গ্রামের বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সাথে ধাক্কা খায়। সে সময় ঘটনাস্থলেই ইসমাইল হোসেন নামের এক যুবকের মৃত্যু হয়। আর সাথে থাকা আহত রকিকে এলাকাবাসী উদ্ধার করে মহেশপুর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে যশোর সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতরা হলেন- ইসমাইল হোসেন (২৬) ও রকি (২৫)। তাদের বাড়ি যশোর চৌগাছা উপজেলার কাকুড়িয়া গ্রামে।
এবিষয়ে মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করে মোটরসাইকেলটি উদ্ধার করেছি। মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে।”
বিবিএন – বে অব বেঙ্গল নিউজ / স্টাফ রিপোর্টার।