বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ‘প্রবারণা পূর্ণিমা’ উৎযাপন…

বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব “শুভ প্রবারণা পূর্ণিমা” পালিত হয়েছে আজ। সকাল থেকে দেশের বিভিন্ন বৌদ্ধ বিহারে যথাক্রমে বুদ্ধ পূজা,শীল গ্রহন ও প্রদীপ পূজার সহ সন্ধ্যায় ফানুস উড়ানোর মাধ্যমে বৌদ্ধ ধর্মাবলম্বীরা দিনটি অতিবাহিত করে থাকে।
বৌদ্ধ ইতিহাসে এই পূর্ণিমার গুরুত্ব অপরিসীম। ফলে, প্রবারণা বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে দ্বিতীয় গুরত্বপূর্ণ উৎসব ও বটে।
তাই ধর্মীয় রীতির পাশাপাশি উৎসব মূখর ভাবে নানান আয়োজনে দিনটি পালন করে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। তেমনি রামুর মৈত্রী বিহারে স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষে নানান কার্যক্রমের মাধ্যমে দিনটি সাজিয়েছে বৌদ্ধ মৈত্রী ছাত্র সংসদ, পূর্ব মেরংলোয়া একতা সংঘ এবং বৌদ্ধ মৈত্রী কল্যাণ ফাউন্ডেশন।
স্বাস্থ্য সুরক্ষা হিসেবে মাস্ক বিতরণ, আগত সকলের জন্য “ফটো বুথ” এবং দেশ ও জগতের সকলের মঙ্গল কামনায় হাজার প্রদীপ প্রজ্জ্বলন সহ নানান কার্যক্রমের মাধ্যমে আয়োজন করে উক্ত সংগঠন।
স্বাভাবিক ভাবে বৌদ্ধ পূজা, উপাসক-উপাসিকা, দায়ক-দায়িকারা শীল গ্রহণ করা,বিহার আলোকসজ্জার বাইরে প্রবারণা পূর্ণিমা উদযাপন হিসেবে আয়োজকদের পক্ষ থেকে কার্যক্রম গুলো করা হয় জানানো হয়।
জানা যায়, করোনা মহামারীর কারণে এবারের আয়োজন হয়েছে সীমিত পরিসরে।
এসি/স্টাফ রিপোর্টার /বিবিএন।