দু’দিন ধরে আলু সরবরাহ বন্ধ, রাজধানীর পাইকারি বাজারে আলুর কৃত্রিম সংকট
রাজধানীর পাইকারি বাজারে দেখা দিয়েছে আলুর কৃত্রিম সংকট। দুই দিন ধরে সেখানে বন্ধ রয়েছে সরবরাহ। পাইকাররা জানান হিমাগার থেকে আলু সরবরাহ বন্ধ করে দিয়েছে স্থানীয় ব্যবসায়ীরা। আর এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। যদিও নতুন করে বাড়েনি পণ্যটির দাম।

রাজধানীর কাওরান বাজারের সব পাইকারি দোকান দুই দিন ধরে আলু শূন্য। ব্যবসায়ীরা বলছেন হিমাগার থেকে সরকার নির্ধারিত দামে আলু মিলছে না, তাই বাড়তি দামে কিনে বিক্রি করা সম্ভব নয়।
পাইকারি বাজারে এই সংকটের আঁচ লেগেছে খুচরায়। তবে সেখানে নতুন করে দাম বাড়েনি বিক্রয় হচ্ছে আগের বর্ধিত দরে।
এমন সংকটে কিছুটা স্বস্তি মিলছে অন্যান্য সবজির দামে । গত সপ্তাহের তুলনায় দরে কমেছে ১০ থেকে ১৫ টাকা। শীতের সবজির সরবরাহ বাড়লে দাম আরো কমবে বলে আশা ব্যবসায়ীদের।
ওয়াইএইচ / বে অফ বেঙ্গল নিউজ / Bay of Bengal news