রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় প্রণব মুখার্জির…
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে প্রাক্তন রাষ্ট্রপতির মরদেহ নিয়ে আসা হয় লোধি রোডের শ্মশানে। এদিন সকাল থেকেই প্রণব মুখার্জির মরদেহ রাখা ছিল দিল্লিতে তার ১০ রাজাজি মার্গের বাসভবনে।
রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন প্রণব মুখার্জি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। অস্ত্রোপচারের আগে পরীক্ষায় তার শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে।
সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানান ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, চিফ অফ ডিফেন্স জেনারেল বিপিন রাওয়াত, আর্মি চিফ জেনারেল এমএম নারভানসহ আরো অনেকে।
এছাড়া তার মৃত্যুতে সোমবার থেকে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারত সরকার।
অন্যদিকে বুধবার (২ সেপ্টেম্বর) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ সরকার।
বিবিএন / স্টাফ রিপোর্টার।