বৃষ্টি কামনায় শ্যামনগরে নামাজ
প্রচণ্ড খরা ও তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টি কামনায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ছোট ভেটখালী এলাকায় স্থানীয়দের উদ্যোগে নফল নামাজ অনুষ্ঠিত হয়েছে।
![বৃষ্টি কামনায় শ্যামনগরে নামাজ বৃষ্টি কামনায় শ্যামনগরে নামাজ](https://bayofbengalnews.com/wp-content/uploads/2021/04/Resizer_16194452923600-300x158.jpg?v=1619445984)
সোমবার (২৬ এপ্রিল) বিকেল চারটার দিকে সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জের ছোট ভেটখালী ঈদগাহ জামে মসজিদে অনুষ্ঠিত ওই প্রার্থনায় শতাধিক মুসল্লি অংশ নেন।