জাতীয়সকল সংবাদ

মোদি বিরোধিতার নামে সাম্প্রদায়িক উস্কানি । আমির হোসেন আমু

মোদি বিরোধিতার নামে সাম্প্রদায়িক উস্কানি । আমির হোসেন আমু
মোদি বিরোধিতার নামে সাম্প্রদায়িক উস্কানি । আমির হোসেন আমু
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন বাংলাদেশ সফরের যারা বিরোধিতা করছেন তাদের সমালোচনা করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।
তিনি বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে রুখে দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতার নামে সাম্প্রদায়িকতা ছড়িয়ে জনগণকে উস্কে দিচ্ছে পাকিস্তনের দালাল ও আইএসের এজেন্টরা।’

শনিবার (২০ মার্চ) কেন্দ্রীয় ১৪ দল আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় সভার সভাপতির বক্তব্যে আমির হোসেন আমু এই কথা জানান।

আমির হোসেন আমু আরও বলেন, ‘বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভারতের অবদান আমরা কোন্দিন ভুলতে পারিনা। তাই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত উৎসবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণের বিরোধিতা করা অনাকাঙ্খিত।’

তিনি বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদির বিরুদ্ধে শ্লোগান দিয়ে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা ব্যাহত করতে সাম্প্রদায়িক অপশক্তিকে মাঠে নামিয়েছে স্বাধীনতাবিরোধী পাকিস্তানি দালাল চক্র। এই অপশক্তিকে কঠোরভাবে দমনের লক্ষ্যে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘বঙ্গবন্ধুর যে রাজনৈতিক দর্শন, অসাম্প্রদায়িক চেতনাবোধ ও দেশপ্রেম সঠিকভাবে জাতীয় জীবনে প্রতিফলনের মধ্য দিয়ে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে আমাদের সকলের রুখে দাঁড়াতে হবে।’

জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, ‘রাজাকারদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে যাতে, চিরতরে ত্যাগ ও ধ্বংস করার মধ্য দিয়ে দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত করতে হবে।’

জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন ও দেশপ্রেম তরুণ প্রজন্মের কাছে তুলে ধরে তাদের দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’

আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাসের সঞ্চালনায় আলোচনা ও আমির হোসেন আমুর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গণআজাদী লীগের সভাপতি অ্যাডভোকেট এস কে সিকদার, তরিকত ফেডারেশনের মহাসচিব রেজাউল হক চাদঁপুরী, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন প্রমুখ।

বে অব বেঙ্গল নিউজ / bay of bengal news

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ